নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: মঙ্গলবার ১৩,জানুয়ারি :: ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিল সন্দেশখালির তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো সহ ব্লক সভাপতি
সন্দেশখালীর তুষখালী এলাকা জুড়ে ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রচারে দেয়াল লেখার কাজ শুরু করল তারা । দেওয়ালে লেখা ২০২৬ সালের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন প্রার্থীর নাম লেখা নেই ।
বিধায়ক সুকুমার মাহাতো ও ব্লক সভাপতি দিলীপ মল্লিক বলেন_ বিধানসভা ভোটের দলের প্রার্থী কে হবে সেটা আমাদের কাছে বড় বিষয় না, যে দলের প্রার্থী হবে আমরা তার হয়েই লড়বো এবং তাকেই আমরা সন্দেশখালীর মাটিতে আবার জেতাবো,
যে প্রার্থী হবে সে তৃণমূলেরই একজন সৈনিক তাই প্রার্থী আমাদের কাছে বড় বিষয় না দলটাই আমাদের কাছে বড় বিষয় আর সেই কারণে আমরা ২০২৬ সালর ভোটের প্রচার শুরু করে দিয়েছি ।

