নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ৮,আগস্ট :: জাতীয় সড়কে চলাচল করতে বাড়ছে জীবনের ঝুঁকি প্রায় প্রতিদিনই খবর পাওয়া যাচ্ছে জাতীয় সড়কে পথ দুর্ঘটনা আর ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল বৃহস্পতিবার লাকুড্ডি – কালিন্দীপাড়া ১৯ নম্বর জাতীয় সড়ক এলাকায়।
ওই সময় ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দা গোপাল কালিন্দি জানান দুর্গাপুর থেকে কলকাতার দিকে একই কোম্পানির তিনটি ট্রাক যাচ্ছিল হঠাৎই সেই সময় একটি গাড়ি আরেকটি গাড়ির পেছনে ধাক্কা মারে তারপর পর পর আরো তিনটি গাড়ি তার পেছনে ধাক্কা মারে ।
তারপর গাড়ি রোড থেকে সাইডে নেমে যায় | স্থানীয় কিছু মানুষজন ঘটনা আওয়াজ শুনে ছুটে আসেন সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল অচল হয়ে পড়ে জাতীয় সড়কে পুলিশ এসে যান চলাচল সচল করে ও স্থানীয়দের সহযোগিতায় গাড়িতে থাকা প্রায় চারজন আহত ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
যদিও এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু বারবার জাতীয় সড়কে দুর্ঘটনা বাড়ছে জীবনের ঝুঁকি নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।