নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: মঙ্গলবার,০৬ ডিসেম্বর :: বারাসাতের মিলনের মাঠে শুভেন্দু অধিকারীর সভাকে ঘিরে ধুন্ধুমার কান্ড সোমবার সন্ধ্যায়। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে জনসভার আয়োজন করা হয় সোমবার বিকেলে।
সেখানেই আসার সময় শুভেন্দু অধিকারীর কনভয়কে দেখে বারাসাত ১১ নম্বর রেলগেটের কাছে গো ব্যাক স্লোগান দিতে থাকে বারাসাত কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। শুভেন্দু অধিকারী কে কর্ডণ করে এলাকা পার করার ব্যবস্থা করেন বিজেপির যুব মোর্চার কর্মীরা।
সেখানেই তাদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের সঙ্গে বচসা বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের কলেজের ভেতরে ঢুকিয়ে দরজায় তালা দিয়ে দেয়। এরপরেই তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা আরো বিক্ষোভে ফেটে পড়েন ।

