:নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাসাত :: রবিবার ২৭,আগস্ট : উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে বাজী কারখানায় ফের ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা প্রায় ৬ জন আহত ১০ জনেরও বেশি।
রবিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে বারাসাত লাগোয়া দত্তপুকুর থানার অন্তর্গত নীলগঞ্জ ফাঁড়ির নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মোষপোল পশ্চিমপাড়া অঞ্চলে । বিস্ফোরনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে কংক্রিটের বাড়ি সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত হয়। কোথাও ৫০ মিটার কোথাও ১০০ মিটার দূরে ছিটকে যায় মানুষের দেহ।
খবর পেয়ে ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ গেলে গ্রামবাসীরা পুলিশের উপরে চড়াও হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। গ্রামবাসীদের অভিযোগ ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে বেআইনিভাবে এই বাজির কারখানা চলছিল। দত্তপুকুর থানা ও বারাসত থানার পুলিশ এখান থেকে এসে নিয়মিত মাসোয়ারা নিয়ে যেত।
বাজি কারখানার মালিকরা প্রভাবশালী শাসকদলের কর্মী সমর্থক হওয়াতে গ্রামবাসীরা কেউ ভয়েতে কথা বলত না। এর আগে মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বাজি দুর্ঘটনার পরেও হেলদোল নেই উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনের।