নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: রবিবার ১০,আগস্ট :: বারাসাত টু গড়িয়া রুটের এস বি এস টি সি সরকারি এসি বাসে আগুন। কলকাতা মুখি লেনে এয়ারপোর্ট হোটেল ক্রসিং এ হঠাৎ করে চলন্ত বাসে আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে।
বাসে ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিল এমনটাই পুলিশ সূত্র মারফত খবর। তবে হতাহতের খবর নেই বলে জানিয়েছে পুলিশ, ঘটনাস্থলে বিমানবন্দর থানার পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত বাসটি।