বারিশালী গ্রামের এক আইসিডিএস সেন্টার রাতারাতি ভোল বদলে হয়ে গেল তৃণমূল কংগ্রেসের কার্যালয়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::  বর্ধমান  :: শনিবার ২৫,নভেম্বর ::  পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের লোদনা পঞ্চায়েতের অন্তর্গত বারিশালী গ্রামের এক আইসিডিএস সেন্টার রাতারাতি ভোল বদলে হয়ে গেল তৃণমূল কংগ্রেসের কার্যালয়। শুক্রবার গ্রামের “২২ নম্বর শিশু বিকাশ কেন্দ্র” টি রাতারাতি তৃণমূলের কার্যালয় হিসেবে নামাঙ্কিত করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।
১৯৮৪ সালে বারিশালী গ্রামের বাসিন্দা প্রয়াত জগবন্ধু রায়দাস প্রায় চার কাঠা জায়গা তৎকালীন লোদনা পঞ্চায়েতের প্রধান  শ্রদ্ধেয় সোমসের আলম সাহানাকে সিপিএম  পার্টি অফিস করতে দান করেন। উক্ত জায়গাটির দক্ষিণ দিকে “২২ নম্বর শিশু বিকাশ কেন্দ্রটি গড়ে তুলে পরিষেবা দেওয়া হতো।
তবে বেশ কিছুদিন পূর্বে এই শিশু বিকাশ কেন্দ্রটি স্থানান্তরিত হয়ে বারিশালী উচ্চ বিদ্যালয়ের পাশে চলে যায় এবং সেখান থেকেই কেন্দ্রটির  পরিষেবা প্রদানের কাজ চলতে থাকে।বর্তমানে বন্ধ থাকা পুরানো শিশু বিকাশ কেন্দ্রটির বারান্দায় মাঝেমধ্যেই গ্রামের বেশ কিছু সংস্কৃতিপ্রেমী উৎসাহী যুবক নাটক এবং যাত্রার রিহার্সাল করে সন্ধ্যা বেলায়।
কিন্তু শুক্রবার হঠাৎ সকালে গ্রামবাসীদের চোখে পড়ে যে, ঐ শিশু বিকাশ কেন্দ্রটির দেওয়াল সবুজ রং করে “বারিশালী তৃণমূল কংগ্রেস কার্য্যালয় বুথ ১১২/১১৩” হিসাবে নামাঙ্কিত করা হয়েছে। তাই আইসিডিএস কেন্দ্রের নামে থাকা জমি জবরদখল হওয়ার থেকে বাঁচানোর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন গ্রামের বাসিন্দারা।
যদিও, এই অভিযোগের ভিত্তিতে ব্লক সভাপতি অপার্থিব ইসলামের প্রতিক্রিয়া দিয়ে জানান, সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের  দলের এত বড় ক্ষমতা হয়ে যায়নি যে , চালু রয়েছে এমন একটি সরকারি প্রতিষ্ঠানকে বন্ধ করে সেখানে পার্টি অফিস করার। এই ধরনের অসভ্যতা করার সাহস কোনো কর্মীর নেই বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 13 =