সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: রবিবার ৭,জুলাই :: ঐতিহ্যবাহী বারুইপুরের প্রায় ৩৫০ বছর পুরনো রথের দড়িতে টান। বারুইপুরের ঐতিহ্যবাহী জমিদার পরিবার হলেও রায়চৌধুরী পরিবার আর এই রায়চৌধুরী পরিবারের আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে জমিদার রাজবল্লভ রায়চৌধুরীর হাত ধরে রথযাত্রার সূচনা হয়।
বারুইপুরের জমিদার রায়চৌধুরীদের বাড়িতে হয়ে আসছে এই রথ। রথ উপলক্ষে এখানে বসে মেলা। প্রায় একমাস ধরে চলে এই রথের মেলা। পুরির রথের উৎসবে সামিল হতে পারতেন না তৎকালীন দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত গ্রামের মানুষজন। আর সেই কারণে তাঁদেরকে রথের আনন্দ দিতে জমিদার রাজবল্লভ রায়চৌধুরীর হাত ধরে রথযাত্রার সূচনা হয় বারুইপুরের রায়চৌধুরীদের বাড়িতে।
লর্ড কর্ণওয়ালসিসের আমলে জমিদারির পত্তন হয় রায় চৌধুরীদের। আর সেই থেকেই এখানে বাঙালির বারো মাসে তেরো পার্বণ পালিত হয়। আর সবকিছুর মধ্যে অন্যতম রায়চৌধুরীদের এই রথ। কালের নিয়মে জৌলুস কিছুটা হারালেও এখনো ঐতিহ্যবাহী এই রথের মেলাতে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে ভিড় জমান । টানা একমাস ধরে চলে এই রথের মেলা।