সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: মঙ্গলবার ২১,অক্টোবর :: বারুইপুরে অস্ত্র সহ ফের গ্রেফতার টুকান অধিকারী। বারুইপুরের গোলপুকুর সহ বিভিন্ন এলাকায় তোলাবাজি, দাদাগিরির অভিযোগ টুকানের বিরুদ্ধে। বারুইপুর থানার পুলিশ গোলপুকুর এলাকা থেকে তাকে ধরে।পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক, তিনটি গুলি। নিজেকে বারুইপুর পুরসভার কর্মী বলে সোশ্যাল মিডিয়ায় তার প্রোফাইল। শাসকদলের ঘনিষ্ট এই টুকান তা তার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে স্পষ্ট।
বারুইপুর পুরসভার কিছু কাউন্সিলরের ঘনিষ্ট এই টুকান। তৃণমূল এর মিছিলেও তাকে হাঁটতে দেখা গিয়েছে। বারুইপুর থানার পুলিশ এর আগেও টুকান কে অস্ত্র সহ গ্রেফতার করেছিল। জেলে ঠাঁই হয়েছিল তার। জেল থেকে ফিরে আবার স্ব মহিমায় ফেরে টুকান।