সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বৃহস্পতিবার ১২,ডিসেম্বর :: আবারও মদ্যপ অবস্থায় বারুইপুর মহকুমার হাসপাতালে এক যুবকের তাণ্ডব। চিকিৎসা করার নাম করে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। এমনকি এক্স এর বিভাগে গিয়ে কর্তব্যরত চিকিৎসা কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ।
এ বিষয়ে ডঃ সুমন সাউ বলেন, গতকাল যখন আমার ডিউটি ছিল সেই সময়। ভোরের সময় এক দম্পতি হাসপাতালে আসে চিকিৎসা করানোর জন্য। সেই সময় সেই মদ্যপ অবস্থায় থাকা দম্পতি কর্তব্যরত নার্সদের সঙ্গে অশ্লীল আচরণ করেন
বারুইপুরে মদ্যপ যুবকের হাসপাতালে তান্ডব :: নিজস্ব চিত্র
এমনকি বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক বিমান বন্দোপাধ্যায় ও বারুইপুরের পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদারের নামে ফোন করে হাসপাতালে কর্তব্যরত পুলিশ কর্মীকে চাকরি খেয়ে নেওয়া এবং সাসপেন্ড করে দেওয়ার হুমকিও পর্যন্ত দেয় সে দম্পতি।
এমনকি ওই যুবক নিজেকে সংবাদমাধ্যমের কর্মী হিসেবে পরিচয় দিয়ে সবাইকে হুমকি দেয়। এরপর আমরা বারুইপুর থানাতে ফোন করলে পুলিশ এসে ওই দম্পতিকে আটক করে নিয়ে যায়।