নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঝড়খালি :: মঙ্গলবার ৯,জুলাই :: এক স্বেচ্ছাসেবী সংগঠনের স্কুলে হামলা চালানোর অভিযোগ উঠলো ঝড়খালি পঞ্চায়েত এর উপপ্রধান সহ তার দলবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ঝড়খালি উপকুল থানার পার্বতীপুর এলাকায়।অভিযোগ, ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার সহ মহিলা সদস্যদের শ্লীলতাহানি করে বেধড়ক মারধর করা হয়।
তখন সবাই স্কুলে ঘুমাচ্ছিলেন। সেই সময় উপপ্রধান দিলীপ মন্ডলের নেতৃত্বে দলবল চড়াও হয়। স্কুলের আসবাব পত্র ভাঙচুর করা হয়। সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়। ভিডিও থেকে ছবি ডিলিট করে দেওয়া হয়। বৃদ্ধ মহিলারাও মারধরের হাত থেকে রক্ষা পায়নি। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার অমৃতা বোস গুপ্ত সহ দুই মহিলা সদস্য কোনো ক্রমে ওই জায়গা থেকে পালিয়ে এসে রাতে বারুইপুর পুলিশ সুপারের অফিসে অভিযোগ জানাতে আসেন।
উপ প্রধান এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপারের অফিসে এসে তাঁরা কান্নায় ভেঙে পড়েন। কন্ট্রোল রুমে তাঁরা তাঁদের অভিযোগ জমা করেন। ওই কর্ণধার বলেন, ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে আমাদের স্কুল চলছে। সুন্দরবনের ছেলে মেয়েদের বিনা পয়সায় স্কুলে পড়াশোনা শেখানো হয় ও স্কুলে থেকেই পাঠ্য বই ও পড়াশুনার অন্যান্য সরঞ্জাম সবই দেওয়া হয় বিনামূল্যে।
স্থানীয় পঞ্চায়েত স্কুলের জন্য জমি দিয়েছিল। পরে মুখ্যমন্ত্রী এর ভূমি সংস্কার দপ্তর থেকে স্কুলের জন্য অন্য সরকারি জমি হস্তান্তর এর প্রক্রিয়া চলছে। এমতাবস্থায় স্কুলের দখল নিতে এদিন আমাদের উপর হামলা চালানো হয়। জমির কাগজ ছিঁড়ে দেওয়া হয়। আমরা আতঙ্কিত। আমরা বারুইপুর পুলিশ জেলার পুলিশ প্রশাসনের কাছে অভিযুক্ত দের শাস্তির দাবি করছি ও স্কুলের পুনরুদ্ধার করতে চাইছি।