সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার কালাবড়ু গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবকের পরিচয় জানালো পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবক দীনেশ ভৌমিক (৪০) ডায়মন্ড হারবার পুরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা।দীনেশ ভৌমিকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মানষিক ভারসাম্যহীন ছিলো দীনেশ ভৌমিক। এরই জেরে বেশ কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে বাপের বাড়িতে চলে যায়। অন্যদিকে এলাকায় গত ১ বৈশাখের পর থেকে আর দেখা যায়নি দীনেশকে এমনটা দাবী করেন এলাকার বাসিন্দারা।শুক্রবার রাতে বারুইপুরের কলাবারু গ্রামে পিটুনির জেরেই মৃত্যু হয় দীনেশের এরপর দুদিন পর রবিবার পরিবারের লোকজন জানতে পারে কলাবারু গ্রামে গণপিটুনিতে মৃত্যু হয়েছে দীনেশের। এরপরই সোমবার দীনেশের মৃতদেহ নিতে বারুইপুরের উদ্দেশ্যে রওনা দেন পরিবারের লোকজন।তবে সম্প্রতি পরপর বারুইপুরে একাধিক গণপিটুনির ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। প্রশ্ন উঠছে বারবার এলাকার মানুষজন কেন এই গণপিটুনির ঘটনা ঘটাচ্ছে ? অন্যদিকে ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।