সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ ::বারুইপুর :: চোর সন্দেহে পিটিয়ে খুন করা হলো যাদবপুর থানার বিদ্যাসাগর এলাকার এক যুবকের। নিহত যুবকের নাম অভিক মুখার্জি। গতকাল রাত দুটো নাগাদ বারাইপুর থানা থেকে অভিক মুখার্জির বাড়িতে ফোন যায় গুরুতর আহত অবস্থায় তাদের বাড়ির ছেলে ভর্তি রয়েছে বারুইপুর হাসপাতলে। এরপরই পরিবারের লোকজন বারুইপুর হাসপাতালে এসে জানতে পারেন, অভিক মুখার্জি আর বেঁচে নেই।
স্থানীয় সূত্রে জানা যায় অভিক মুখার্জির সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল যাদবপুর এলাকার এক মহিলার। গতকাল বারুইপুর থানার বেগম পুর খাল পাড়া এলাকায় দুজন ঘুরতে যান । এরপরই তাকে চোর অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের লোকজনের। পরিবারের লোকজনের দাবি অভিক মুখার্জির প্রেমিকা পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে গিয়ে ভাড়াটে খুনি দিয়ে খুন করেছে।
ইতিমধ্যেই ওই মহিলার বিরুদ্ধে বারাইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করেছে বারাইপুর থানার পুলিশ । মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ ।