সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: মঙ্গলবার ১৯,ডিসেম্বর :: বারুইপুরে তৃণমুল কর্মী খুনের ঘটনায় মুল দুই অভিযুক্ত আজিজুল শেখ ও সাদ্দাম শেখ এখনো অধরা। মুল অভিযুক্তরা এখনো গ্রেফতার না হওযায় ফুঁসছে গোটা এলাকা। জনরোষের কারণে অভিযুক্তদের বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর করা হয়। দুটি ভ্যান ভেঙে জলাশয়ে ফেলে দেওয়া হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় বারুইপুরের বলবন এলাকায়। এলাকায় উত্তেজনা থাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে স্থানীয় এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। বারুইপুরের মদারাট পঞ্চায়েতের বলবন এলাকার বারুইপুরে তৃণমুল কর্মী খুনের ঘটনায় মুল দুই অভিযুক্ত আজিজুল শেখ ও সাদ্দাম শেখ এখনো অধরা। মুল অভিযুক্তরা এখনো গ্রেফতার না হওযায় ফুঁসছে গোটা এলাকা।
স্থানীয় সূত্রের খবর, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে সাইদুলের সঙ্গে ঝামেলা চলছিল এলাকার লোকজনের। তার জেরে খুন করা হতে পারে বলে করছেন কেউ কেউ। পরিবারের সদস্যের দাবি, সাইদুলকে হিংসা করত এলাকার লোকজন। ঘটনার পর দুদিন কেটে গেলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে মৃতের পরিবার সহ প্রতিবেশীরা । অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা ।