বারুইপুরে দারুন সাড়া পড়েছে দুয়ারে রেশন প্রকল্পে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে মুখমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের দুয়ারে রেশন প্রকল্প । রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরেও শুরু হয়েছে এই বিশেষ প্রকল্প । বারুইপুরের শিখরবালি এক নম্বর পঞ্চায়েতের রামগোপালপুর বিবিমাতলায় শুক্রবার চালু হলো এই প্রকল্প । সকাল হওয়ার সাথে সাথে ওই এলাকায় ভ্যান ভর্তি চাল , গম , আটা ও মাপার সরঞ্জাম নিয়ে পৌঁছে যান রেশন ডিলার অসীম পাল ও তার ছেলে অভিজিৎ পাল ।সঙ্গে দুজন কর্মী । এরপর লাইনে থাকা গ্রামবাসীদের হাতে একে একে তুলে দেওয়া হয় তাদের প্রাপ্য জিনিসপত্র । আর একেবারে পাড়ার মধ্যেই বাড়ির পাশে থেকে এই পরিষেবা পাওয়ায় ব্যাপক খুশি গ্রাহকরা । অতি উৎসাহের সাথে তাদের প্রাপ্য জিনিস এত সহজে পাওয়ায় সাধুবাদ জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রীকে ।

পাশাপাশি রেশন ডিলার অসীম পাল ও তার ছেলে অভিজিৎ পাল জানান এই প্রকল্পে বেশ ভালোই সাড়া মিলেছে । এতে খুশি এলাকার মানুষজন । তবে কিছু সম্যসা আছে সেই সম্যসা গুলো একটু যদি সরকার দেখে তাহলে খুব ভালো হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =