সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শনিবার ১০,ফেব্রুয়ারি :: দেশের প্রধানমন্ত্রীকে এই কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় যাদবপুর বিজেপির সংগঠনিক জেলার পক্ষ থেকে যুব মোর্চার নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিজেপির যুব মোর্চার নেতৃত্বে একটি মিছিল বারুইপুরের বিজেপির দলীয় কার্যালয় থেকে বারুইপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বের করে বিজেপি কর্মী সমর্থকেরা। সেই মিছিলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করার সময় কুশপুত্তলিকা দাহ করতে বাধা দেয় পুলিশ কর্মীরা।
এরপর শুরু হয় দুই পক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল। বিজেপির বেশ কয়েকজন মহিলা কর্মী সমর্থকেরা পুলিশের উপর হামলা চালায়। মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে বারুইপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় বারুইপুর পুলিশ জেলার পুলিশ কর্মীরা। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশকর্মীরা আর এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি মহিলা কর্মী সমর্থককে আটক করেছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ।