সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ ::বারুইপুর :: জয়নগর দু নম্বর ব্লকের মায়াহাউরি গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আটকাতে বারুইপুরে বিজেপি জেলা কার্যালয়ে দিন কাটাচ্ছেন এই পঞ্চায়েতের প্রধান সহ মোট সাত সদস্য। কয়েকদিন আগেই এক পঞ্চায়েত সদস্য বামদেব মন্ডলকে অপহরণ করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।
তাকে বকখালির একটি হোটেলে জোর করে আটকেও রাখা হয়েছিল বলে অভিযোগ। পরে তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
বিজ্ঞাপন
যদিও জয়নগর থানায় এসে নিজেই উপস্থিত হয়ে স্বইচ্ছায় বাইরে ছিলেন ও তাকে কেউ অপহরণ করেনি বলে তিনি পুলিশকে ও সংবাদমাধ্যম কে জানান। বর্তমানে তার অভিযোগ পুরোটাই জোর করে তাকে ভয় দেখিয়ে করানো হয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি।
এই বিষয়ে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন বিজেপির পঞ্চায়েত সদস্যদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। অনেকেই তৃণমূলে আসার জন্য বলছেন, তবে দল এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।