বারুইপুরে রাজ্যের বিরোধী দলনেতাকে চোর চোর শ্লোগান পাল্টা শুভেন্দুর হুংকার

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বুধবার ১৯,মার্চ :: বারুইপুর:বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের কেন্দ্র বারুইপুরে শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা। বুধবার বিকেলে কনভয়ে বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখাল তৃণমূল। দেওয়া হল ‘চোর’ স্লোগানও। পাল্টা হুঙ্কার দিলেন শুভেন্দুও।

২৭ মার্চ এসপি অফিস অভিযানের ডাক দিলেন তিনি। বললেন, আজকে যা হল, সব হিসেব হবে।শুভেন্দু বারুইপুরে পৌঁছতেই কার্যত তাঁর কনভয়ে হামলা চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়।

পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও শুভেন্দুর গাড়িতে লাঠি দিয়ে বারবার আঘাত করা হয় বলে অভিযোগ। কালো পতাকা দেখিয়ে স্লোগান দেওয়া হয়, ‘চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা।’

বারুইপুরে সম্মুখ সমরে চলে আসে তৃণমূল ও বিজেপি। স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয় গোটা এলাকা।শুভেন্দু বলেন, “জলে লঙ্কার গুঁড়ো মিশিয়ে জল ছোড়া হয়েছে বিজেপির কনভয় লক্ষ্য করে।

গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়ত। গাড়ি থেকে নামলে লাঠি দিয়ে হামলা চালাত। গাড়িতে বারবার আঘাত করেছে। ৩০ বার গাড়িতে মেরেছে। বিজেপি কর্মীদের অশ্রাব্য অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে।

ওরা ভেবেছিল গাড়ি ঘুরিয়ে পালাব। আমরাও মোদীজির সৈনিক, হিন্দুর বাচ্চা, ভয় করি না।”পুলিশের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুললেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, “নির্বাচন কমিশন দেখুক, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কি না।

রাষ্ট্রপতি শাসনের দাবি করছি। এখানের পুলিশ সুপার যা করলেন, তার হিসেব হবে।” ডিজি রাজীব কুমার, এসপি বারুইপুরকেও হুঁশিয়ারি শুভেন্দুর। তাঁর উপর জেহাদি হামলার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেন নন্দীগ্রামের বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 16 =