বারুইপুরে রানাবেলিয়াঘাটায় পুরসভার ডাম্পিং গ্রাউন্ড থেকে প্রতিদিন বেরোচ্ছে কালো বিষাক্ত ধোঁয়া, অতিষ্ঠ গাড়িচালক থেকে শুরু করে বাসিন্দারা।

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শুক্রবার ২৮,মার্চ :: ডাম্পিং গ্রাউন্ড থেকে প্রতিদিন বেরোচ্ছে বিষাক্ত ধোঁয়া। তা চারদিকে ভরে গিয়ে অস্বস্তিকর পরিবেশ। গাড়ি চালক থেকে পথচারীদের যাতায়াতেও চরম সমস্যায় পড়তে হচ্ছে। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। ধোঁয়ার জেরে এলাকার বাসিন্দারাও অসুবিধায় পড়ছেন।

যদিও হুশ নেই প্রশাসনের। এমনই চিত্র বারুইপুর শহর ঘেঁষা রানাবেলিয়াঘাটায় বারুইপুর পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের। এই প্রসঙ্গে বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস বলেন, আশেপাশে তেমন বসতি নেই স্কুল আছে দূরে আমরা জৈব সার তৈরির কারখানা তৈরি করব ওখানে কারখানা তৈরি হয়ে গেলে সমস্যা মিটে যাবে।

বারুইপুর-কুলপি যাওয়ার রাস্তা কুলপি রোডের ঠিক পাশেই পুরসভার এই ডাম্পিং গ্রাউন্ড। পুরসভার ১৭টি ওয়ার্ডের সংগৃহীত আবর্জনা এখানে ফেলা হয়। জঞ্জালের স্তূপ ডাই হয়ে গিয়েছে। ধপধপি ১ নম্বর পঞ্চায়েত ও পুরসভার ৮ নম্বর ওয়ার্ড এর আওতায় পড়ে এই ডাম্পিং গ্রাউন্ড।

এই ডাম্পিং গ্রাউন্ডের কিছু দুরেই রানাবেলিয়াঘাটা হাই স্কুল। প্রতিদিন বেলা গড়াতেই ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনা কে বা কারা পুড়িয়ে দেয় বলে অভিযোগ। এর জেরেই বিষাক্ত ধোঁয়ায় হাঁসফাস অবস্থা হয় মানুষের। গাড়ি চালকদের ওই জায়গার পাশ দিয়ে যেতে ধোঁয়ায় দিক ঠিক করতে অসুবিধায় পড়তে হয়।

অনেকেই বলেন, এত ধোঁয়া চোখ মুখ জ্বালা করে। বারংবার পুরসভাকে জানিয়েও কাজ হয়নি। ধোঁয়ার জেরে বাড়ির বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন। অবিলম্বে প্রশাসনের এই ব্যাপারে দেখা উচিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 8 =