সুদেষ্ণা মন্ডল :; সংবাদ প্রবাহ :: বারুইপুর :: রাজ্য সরকারের উদ্বেগ বাড়িয়ে দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার লাগাম টানতে হিমশিম খাচ্ছে জেলা প্রশাসন। সাধারণ মানুষকে করোনা সম্পর্কে সচেতন করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
এবার বারুইপুর বিধানসভার অন্তর্গত শংকরপুর দু নম্বর পঞ্চায়েত এলাকায় বিভিন্ন গ্রামে গ্রামে মাইকিং এর মাধ্যমে গ্রামবাসীদের করোনা সম্পর্কে সচেতন করা হচ্ছে পঞ্চায়েত এর পক্ষ থেকে ।
পঞ্চায়েতের প্রধান বাবলু মন্ডল জানান রাজ্যে বেড়েছে করোনা সংক্রমনের সংখ্যা । শহর এলাকায় প্রশাসনের তরফ থেকে ব্যাপক প্রচার চালানো হচ্ছে । তাই পঞ্চায়েতের পক্ষ থেকেও গ্রামে গ্রামে মাইকিং মাধ্যমে মানুষজনকে সতর্ক করা হচ্ছে। সাধারণমানুষ যাতে মাস্ক ব্যবহার করেন।
পাশাপাশি মানুষজনকে সতর্ক করা হচ্ছে যে অতি আবশ্যক প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যায় । করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে । বিশেষ প্রয়োজনে বাইরে বার হলে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার আবেদন করা হচ্ছে । এই ভাবে এখন প্রচার চালানো হবে ।