সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শুক্রবার ৩১,মে :: বারুইপুর এর উত্তরভাগে কিশোর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাতে ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। এ দিন দিনভর ওই আশ্রম ঘিরে রাখে ক্ষুব্ধ জনতা। রাতে কয়েকশো মানুষ উত্তর ভাগের দমদমা এলাকায় ওই আশ্রমের দরজা ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।
রাতে মৃত কিশোরের দেহ এসে পৌঁছয়ে ওই আশ্রম চত্বরে। এরপর আরো ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও চলে গ্রামবাসীদের। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ । বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী, পাশাপাশি ক্যানিং থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।
বিক্ষোভরত তিনজনকে আটক করে পুলিশ । গ্রামবাসীদের দাবি অবিলম্বে অভিযুক্ত মাতাজি কে শাস্তি দিতে হবে। মাতাজির শাস্তির দাবি জানান মৃত কিশোরের মাও।