সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: সোমবার ৮,সেপ্টেম্বর :: বারুইপুর কলেজে এস এস সি পরীক্ষা দিতে এসে এক পরীক্ষার্থীকে হেনস্থার শিকার হতে হল। ওই মহিলা পরীক্ষার্থী কে বলা হয় তাঁর অ্যাডমিট ভুল আছে। পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। ওই পরীক্ষার্থী কারণ জানতে চান। তখন কারণ জানানোর বদলে এক অধ্যাপক বলেন ক্যানসেল আছে দেওয়া যাবে না পরীক্ষা।
উল্টে তিনি সংবাদ মাধ্যমের উপর চড়াও হয়ে বেরিয়ে যেতে বলেন। এই উত্তেজনার মধ্যে পরীক্ষার্থীর সঙ্গে কথা বলতে আসেন কলেজের প্রিন্সিপাল। এক অধ্যাপক কে নিয়ে খতিয়ে দেখেন বিষয়টি। কান্নায় ভেঙে পড়ে পরীক্ষার্থী। অভিযোগ করতে থাকে তাঁকে যদি বেরিয়ে যেতে হত তবে কী হত। কেন ১৫ মিনিট ধরে এই হেনস্থা হল। তারপরে পরীক্ষার্থী কে বুঝিয়ে কেন্দ্রে ঢোকানো হয়।