সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বারুইপুরে পুরসভার সহযোগিতায় উন্নয়ন হয়েছে। ড্রেন থেকে আলো সবই হয়েছে। এই পুরসভাকে বাংলার শ্রেষ্ঠ পুরসভায় পরিণত করতে আহবান জানান ফিরহাদ। তার জন্য দায়িত্ব নিতে হবে পৌরসভার প্রত্যেকক কাউন্সিলরদের। এমনই বললেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ ববি হাকিম।
বারুইপুর পুরসভায় ১৭টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে বারুইপুর রেলমাঠে এক সভায় এসে এই কথা বলেন মন্ত্রী। সভায় ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়।
এদিন মন্ত্রী ববি হাকিম বলেন, সিপিএম, কংগ্রেসকে তো খুঁজে পাওয়া যায় না। সিপিএম, কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। তবুও জায়গা পাওয়ার চেষ্টা করছে। বিরোধী দলনেতা করার লোক নেই।
মীরজাফর ও পাল্টি খাওয়া নেতারা বিরোধী নেতা হয়। বিজেপি তো ভিক্ষা করা দল। নিজেদের কাউকে তৈরি করতে পারে না। তাই বাংলার মানুষ ডানদিক ও বামদিক কিছুই দেখছে না। তাই তৃণমূল কংগ্রেস আছে ও থাকবে। এদিনের সভায় প্রচুর লোকজনের সমাগম হয়।