সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বুধবার ১০,ডিসেম্বর :: বারুইপুর বাইপাস লরি ও ছোট হাতি সংঘর্ষে পাশের পুকুরে পড়ে যায় ছোট হাতি এবং লরিটি উল্টে যায়, প্রত্যক্ষদর্শী সূত্রের খবর, বারুইপুর বাইপাস মালঞ্চ এর কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি ছোট হাতি।
কলকাতার দিক থেকে একটি লরি দ্রুতগতিতে এসে সেই ছোট হাতি গাড়িটিকে ধাক্কা মারে এবং ছোট হাতি গাড়িটি বাইপাসের পাশে একটি পুকুরে পড়ে যায় এবং ওই লরিটি ধাক্কা মেরে উল্টে যায়। এই ঘটনায় কেউ আহত বা হতাহতর কোন খবর পাওয়া যায়নি ।
ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসেন সোনাপুর ট্রাফিক গার্ডের ওসি, সহ সোনারপুর থানার পুলিশ আধিকারিক , যতদূর জানা যাচ্ছে ওই লরিটি বড় বাজার থেকে মাল নিয়ে রায়দিঘির উদ্দেশ্যে যাচ্ছিল |
প্রত্যক্ষদর্শী সূত্রে খবর ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিলেন তাই দুর্ঘটনা, ওই ছোট হাতি গাড়িটিকে টেনে তোলা হয় এবং দুটি গাড়িকেই নিয়ে যাওয়া হয় থানায়।

