নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বারুইপুর ভাই ভাই সংঘের পূজো ৫৩ তম বছরে পদার্পণ করলো। তাদের এবারে থিম বর্ণিল। পুরো পূজো মন্ডপটি রঙের ছটায় সাজানো হয়েছে।
মন্ডপের প্রধান প্রবেশ পথে ঢুকেই প্রথমে দর্শনার্থীদের চোখে পড়বে ভারতের জাতীয় পাখি ময়ূরের রঙিন পেখমের ছটা বাইরে থেকে পূজো মন্ডপটিকে আকর্ষিত করে তুলেছে।
মন্ডপের ভিতরে বিভিন্ন রকমের রঙের ছটায় ভরে উঠেছে যার কারণে দর্শনার্থীদের চতুর্থী থেকে ভিড় উপছে পড়েছে এই মন্ডপে। তার সাথে সাবেকিয়ানা প্রতিমা দর্শনার্থীদের মন আকৃষ্ট করেছে ।