নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইলামবাজার :: রবিবার ১৯,অক্টোবর :: বীরভূমের রামপুরহাটের বারোমেশিয়া কাণ্ডে নাবালিকা ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালের ফাঁসির দাবিতে আজ ইলামবাজারে বিশাল মিছিল বের হয়। সমস্ত আদিবাসী সংগঠন একত্রিত হয়ে এই মিছিলের আয়োজন করে।
ইলামবাজারে বাজার থেকে মিছিলটি শুরু হয়। ইলামবাজার বাজার ঘুরে এসে থানার সামনে শেষ হয়। ফাঁসির দাবিতে ইলামবাজার থানায় ডেপুটেশন দেওয়া হয়। মিছিলে কয়েক হাজার আদিবাসী পুরুষ ও মহিলা অংশ নেন। অনেকে হাতে তীর-ধনুক, টাংনি, বল্লমসহ ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ে অংশ নেন
মিছিল থেকে অভিযুক্ত মনোজ কুমার পালের ফাঁসির দাবি জানানো হয়। তাদের এটাই দাবি, খুনের ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।
আদিবাসী সংগঠনগুলির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বিচার না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে পথে হাঁটবে বলে হুশিয়ারি দিয়েছেন তারা এই ঘটনায় ইলামবাজার থানায় মোতাইন ছিল বিশাল পুলিশ বাহিনী । প্রায় দু’ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে শাস্তির দাবি জানাচ্ছে আদিবাসী সংগঠন।