নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ২৩,অক্টোবর :: বার্নপুরের ওয়াগন কলোনিতে অবস্থিত বজরং দল মহাবীর আখড়ার উদ্যোগে পাগড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মলয় ঘটক।
তিনি বলেন, বার্ন স্ট্যান্ডার্ড কারখানা বন্ধ হয়ে যাওয়ায় লোকজন চাকরি হারিয়েছে এবং কোয়ার্টারগুলোর অবস্থা খুবই জরাজীর্ণ হয়ে পড়েছে। এখানকার মানুষের জন্য অনেক কিছু করার আছে। এসময় আখড়া কমিটির কর্মকর্তারা আমন্ত্রিত অতিথিদের পাগড়ী দিয়ে সম্মানিত করেন।
এছাড়াও সামাজিক সংগঠন হামারা সংকল্প ও আইকনিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মন্ত্রী মলয় ঘটকের হাতে স্মারক প্রদান করে সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, বরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি, বোকারো স্টিল প্ল্যান্ট অফিসার অমিতাভ শ্রীবাস্তব, পিএফ কমিশনার অজয় কুমার সিং, প্রমুখ ।