বার্মিংহামের ড্রেসিংরুমে গিলের দাদাগিরি! ডিক্লেয়ার ঘোষণার মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ইংল্যান্ডকে

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক / কলকাতা :: রবিবার ৬,জুলাই :: বার্মিংহামে ইতিহাস গড়ার হাতছানি। বিগত আটটি টেস্ট ম্যাচের মধ্যে একটিতেও না জয়ী হলেও, এবারে কিন্তু জয়ের হাতছানি ভারতের সামনে।

চালকের আসনে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে জিততে হলে দ্বিতীয় ইনিংসে ৬০৮ রান করতে হবে।

ইতিমধ্যেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে ইংরেজরা। বার্মিংহামে অনন্য রেকর্ড গড়লো ভারতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে ৫৮৭ রান তোলে , দ্বিতীয় ইনিংসেও ভারতীয় ব্যাটাররা তাদের বিক্রম বজায় রাখেন। ৬ উইকেট হারিয়ে ৪২৭ রান করে ডিক্লেয়ার ঘোষণা করে দেয় ভারত।

রাজার মতো পন্থায় ডিক্লারেশন ঘোষণা করেন ভারতীয় অধিনায়ক গিল। তার গতিবিধি দেখে মনে হলো তিনি স্পষ্ট রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছেন ইংল্যান্ডকে। পাশাপাশি ভারত এই প্রথমবার কোন টেস্ট ম্যাচে ১০০০ রানের মাইলস্টোন স্পর্শ করল। যা ভারতের কাছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অভিনব রেকর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − five =