বার্মিংহামের পর ওল্ড ট্র্যাফোর্ড! ইতিহাস বদলের হাতছানি ভারতের কাছে

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শুক্রবার ১৮,জুলাই :: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-১ব্যবধানে পিছিয়ে টিম ইন্ডিয়া। লর্ডস টেস্টে জাদেজার অলৌকিক লড়াই শেষ পর্যন্ত টিম ইন্ডিয়াকে জেতাতে পারেনি। তবে দর্শকদের মন জিতে নিয়েছিলেন স্যার জাদেজা। সিরিজে পিছিয়ে থাকলেও ভারতের তরুণ তুর্কিদের পারফরম্যান্স যথেষ্ট আশা  ব্যঞ্জক ।

সিরিজে পিছিয়ে পড়লেও লড়াই করেছেন তারা। ইঞ্চি ইঞ্চিতে লড়াই করেছেন ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের মাটিতে। প্রথম ও তৃতীয় টেস্ট ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয়েছে ভারতকে। বার্মিংহামে ইতিহাস রচনা করেছে টিম ইন্ডিয়া। প্রথমবার বার্মিংহামে জয়ী হয়েছে ভারত।

চলতি ইংল্যান্ড সফর ভারতের কাছে যেন মেলোডি। সেই সুরের তালে তৈরি হচ্ছে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে টিম ইন্ডিয়া। ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত। তবে পরিসংখ্যান একেবারে আশানুরূপ নয়। একবারও জিততে পারেনি ভারত। মোট নটি ম্যাচ খেলেছে, পাঁচটি ড্র ও চারটি পরাজয়।

তবে গিলের ভারত যেকোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত। বার্মিংহামে অসাধ্য সাধন করে দেখিয়েছে ভারতীয় ক্রিকেট দল। তবে কি বার্মিংহামের মতো ওল্ড ট্র্যাফোর্ডে ইতিহাস তৈরি হবে? অসম্ভব বলে কিছু নেই, ভারতীয় ক্রিকেট দল সব অসম্ভবকে সম্ভব করতে পারে। সেই ক্ষমতা রয়েছে তাদের মধ্যে।

চতুর্থ টেস্ট ম্যাচ ভারতের কাছে সমতা ফেরানোর লড়াই। এই লড়াই জিততে আশাবাদী টিম ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =