নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৩,জুন :: পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ১২ নম্বর ওয়ার্ডের বড়নীলা বালাজি হাউজিং কমপ্লেক্সের জলা জায়গায় জঙ্গল পরিস্কার করার সময় হঠাৎ দেখা মিলল একটি শিবলিঙ্গের। জানা গেছে শিবলিঙ্গটি শোয়ানো অবস্থায় ছিল।
শুধু শিবলিঙ্গই নয়, শিবলিঙ্গের সাথে জড়ানো ছিল একটি সাপ। আরো জানা যায় সেই স্থানেই ছিল একটি গাঁজা গাছ ও একটি নিম গাছ। নিম গাছ সাধারণত কোন দেবত্ব জায়গাতেই সচরাচর দেখতে পাওয়া যায়, তাহলে এটা কি কোন বহু পুরনো দেবত্ব জায়গা? প্রশ্ন স্থানীয় মানুষজনের মনে। তবে ঘটনা ইতিমধ্যেই জানানো হয়েছে বালাজি কমপ্লেক্সের কমিটিকে। এলাকাবাসীরা চাইছেন শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করা হোক।