বালিতেও বেড়েছে ডেঙ্গু। ট্রেড ইউনিয়ন নেতা নিজেই পুর কর্মীদের নিয়ে ব্লিচিং ছড়াতে রাস্তায় নামলেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুধু হাওড়া পুরসভা এলাকাতেই নয় বালি পৌরসভা এলাকাতেও বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বুধবার সকালে হাওড়া জেলা সদরের আইএনটিটিইউসি’র সভাপতি তথা প্রাক্তন কাউন্সিলর প্রাণকৃষ্ণ মজুমদারের নেতৃত্বে হাওড়া পুর এলাকার ৫৫ নম্বর ওয়ার্ড তথা পূর্বতন বালি মিউনিসিপ্যালিটির ৯ নম্বর ওয়ার্ডে সাফাই অভিযান হয়।

প্রাণকৃষ্ণবাবু বলেন, এটি তাদের চতুর্থ সাফাই অভিযান। যেভাবে ওই এলাকায় গত কয়েকদিনে আট থেকে নয়জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন সেই কারণে এদিনের এই বিশেষ অভিযান। বিশেষ করে দেখা যাচ্ছে বিজয়ার পর মিষ্টির কন্টেনার, পুজোয় বিভিন্ন ফাস্টফুডের দোকানের খাবারের বাক্স থেকে শুরু করে পূজায় নানা সামগ্রী আনার প্লাস্টিক প্যাকেট রাস্তার যত্রতত্র ফেলা হয়েছে।

এর ভিতরে বৃষ্টির জল পড়ে সেখানে ডেঙ্গুর লার্ভা হয়েছে। মানুষের অসচেতনতার কারণেই এই ঘটনা বলে তিনি দাবি করেন। বালির সাফাই বিভাগের অধিকর্তা সুমিত মুখার্জি বলেন, আমরা ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের চেষ্টা করছি। মাইকিং, টোটো গাড়িতে করে প্রচার লিফলেট বিলি করা হয়েছে। এছাড়া আমাদের ভিসিটি কর্মীরা কাজ করছেন। হাউস টু হাউস স্বাস্থ্য কর্মীরা ভিজিট করছেন। বিনামূল্যে ফিভার ক্যাম্প খোলা হয়েছে। ডেঙ্গু যাতে নিয়ন্ত্রণে আনা যায় আমরা তার সবরকম চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − nineteen =