নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: শুক্রবার ১৬,মে :: সাত সকালেই বালির ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। দুবরাজপুরের লোবা-বাবুপুর অজয় নদীতে অবৈধভাবে বালি তুলতে গিয়ে ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হয় এক কর্মীর। মৃতের নাম জয়ন্ত বাগদী, বয়স ২৫ বছর।জানা গেছে, আজ ভোরে দুবরাজপুরের লোবা এলাকায় অজয় নদী থেকে অবৈধভাবে বালি তুলতে গিয়েছিল। ওই ট্রাক্টরের যে চালক সে তার কর্মী জয়ন্তকে ট্রাক্টরটা চালাতে দেয় আর তখনই ঘটে এই বিপত্তি।
ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হয় জয়ন্ত বাগদির। তাঁর মৃতদেহটি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর ময়না তদন্তের জন্য মৃতদেহটি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।