নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালি :: এক বালককে বাঁচাতে দিয়ে গঙ্গায় তলিয়ে গেলো এক ছাত্র।আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বালি বারেন্দ্র পাড়া গঙ্গার ঘাটে।পুলিশ সূত্রে জানা গেছে সায়ন বসু নামে বেলুড় লালবাবা কলেজের এক ছাত্র তার এক বান্ধবীর সঙ্গে গঙ্গার ঘাটে বসে ছিলেন।সেই সময় গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক বালক।
তাকে বাঁচাতে গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে ওই ছাত্র ও তার বান্ধবী।কিন্তু ওই বালককে উদ্ধার করা গেলেও ওই ছাত্র তলিয়ে যায়। দীর্ঘক্ষণ ডুবে যাওয়া যুবকের সন্ধানে তল্লাশী চালানোর পর। ডুবুরি তাকে উদ্ধার করে।বলি থানার পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করে।