নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ১৭,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকের দ্বারকেশ্বর নদীতে বেআইনি বালি খনন ও পাচারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্লক ল্যান্ড রেকর্ড অফিসার (বিএলআরও) সুপ্রিয়া ভট্টাচার্য ও মাধবডিহি থানার পুলিশ আধিকারিকরা উচালন গ্রামপঞ্চায়েত এলাকায় অভিযান চালান।
ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, দ্বারকেশ্বর নদীর তীরবর্তী এলাকায় বালি পাচারের ঘটনা বেড়ে চলেছে। অসাধু বালি ব্যবসায়ীরা অবৈধভাবে নদীতে খাদ খুঁড়ে বালি উত্তোলন করে পাচার করছে। এই অবৈধ কার্যকলাপ রোধ করতে ব্লক প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে।
বিএলআরও সুপ্রিয়া ভট্টাচার্য জানিয়েছেন, “আমরা এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আগামী দিনেও ব্লকের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হবে। যদি কেউ এই ধরনের অবৈধ কাজে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”