নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রবিবার ১৫,ডিসেম্বর :: হাওড়ার বালি বিধানসভার অন্তর্গত, বর্তমানে ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে সর্বদা ব্যস্ত রাস্তার মধ্যে জরাজীর্ণ অবস্থায় ছিল ড্রেনের উপর একটি কালভার্ট । সেই কালভার্ট টি লিলুয়া পোকুরী গলির মুখে অবস্থিত। এই পোকড়ি গলির সংযোগস্থলটি লিলুয়া থানার অন্তর্গত।
লিলুয়া স্টেশন রোড থেকে মাত্র কয়েক মিটার দূরে এই পোকুরী গলি মোড় এবং এই জায়গাতেই রয়েছে একটি সরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক গার্লস স্কুল। ওই অঞ্চলের স্থানীয় মানুষের অভিযোগ এই সংযোগস্থলে কোনরকম প্রশাসনের মানুষ বা ট্রাফিক পুলিশ কর্মরত থাকেন না। তার ফলে প্রায়সই ঘটে বিভিন্ন রকম ছোটখাটো দুর্ঘটনা।
মধ্যরাত বাদ দিয়ে সর্বদাই লেগে থাকে জ্যাম জট এই রাস্তা তে। স্কুল চালু ও ছুটির সময় এই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়াদের সর্বদা প্রাণ হাতে করে যাওয়া আসা করতে হয়।
আজ সকাল বেলা বিবেক প্রসাদ নামে একটি কুড়ি বছরের যুবক নিজের বাইকে করে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিন্তু ওই পকোরী গলির মুখে যে কালভার্টটি জরাজীর্ণ অবস্থায় পড়েছিল সেই কালভার্টএর সঙ্গে সংঘর্ষে, প্রায় ১০ হাত দূরে ছিটকে পড়ে বাইক সমেত ওই যুবক, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ ছুটে গিয়ে মৃতদে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং এই ঘটনায় তৎক্ষণাৎ স্থানীয় মানুষের খোব ও রোস কে প্রশমন করলেও পরবর্তীকালে স্থানীয় মানুষরাই ঐ ক্যালভাট তুলে দিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় লিলুয়া স্টেশন রোড জুড়ে।