নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: শনিবার ২০,মে :: বালি বোঝাই ট্রাক্টরকে জরিমানা, প্রতিবাদে রাস্তা অবরোধ ট্রাক্টর চালক ও মালিকদের। নিত্যদিন এমন ঘটনার জেরে ট্রাক্টর ব্যবসায় ব্যাপক লোকসান হচ্ছে৷ এমন চলতে থাকলে তাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। এক একটি ট্রাক্টরকে ১০ থেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হচ্ছে বলেও অভিযোগ৷
এর প্রতিবাদে বালুরঘাট ব্লকের পাগলীগঞ্জে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল শতাধিক ট্রাক্টর চালক-মালিকরা। এদিন সকাল থেকে পথ অবরোধ শুরু হয়। জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বালুরঘাট এবং পতিরাম থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকরা কথা বলেন বিক্ষোভকারীদের সাথে।
যদিও পুলিশ নয় এনিয়ে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের সঙ্গে কথা বলবেন বলেই সাফ জানিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে পথ অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। অনেকে ঘুরপথে মালদা ও রায়গঞ্জের দিকে গাড়ি চলাচল শুরু করে।
পথ অবরোধের জেরে ব্যাপক দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের। পরে অবশ্য পুলিশি হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।