নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: রবিবার ৬,অক্টোবর :: বালুরঘাটের প্রগতি সংঘে এবছর উৎসবের থিমে ধরা পড়েছে সাবেকিয়ানার মাধুর্য। ৬৫তম বর্ষে ঐতিহ্যের ছোঁয়া রেখেই তৈরি করা হয়েছে প্রতিমা, যা একদিকে যেমন পুজোর আবহকে জীবন্ত করেছে, তেমনি দর্শনার্থীদের মন জয় করতে চলেছে।
তবে শুধু প্রতিমা নয়, মন্ডপের নির্মাণেও রয়েছে অভিনবত্বের ছাপ। ইলেকট্রিকের পাইপ, কাচ এবং প্লাই দিয়ে নিপুণ শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে, যা মণ্ডপ সজ্জার প্রাচীন ধারার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছে।
এছাড়াও নবদ্বীপ থেকে আনা চোখ ধাঁধানো আলোকসজ্জা গোটা মন্ডপকে করেছে আরও আকর্ষণীয়। আলোর খেলা আর শিল্পের ছোঁয়ায় এক অন্য রূপে ফুটে উঠেছে প্রগতি সংঘের পূজো।
থিমের পরিকল্পনা থেকে শুরু করে আলোকসজ্জা, প্রতিমা, এবং সাজসজ্জা— প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে শিল্পীদের নিপুণতা। এলাকার মানুষের পাশাপাশি আশপাশের জেলা থেকেও ভিড় জমাতে চলেছে দর্শনার্থীরা এই পুজো মন্ডপে।