বালেশ্বরের ঘটনায় মোদি সরকারই দায়ী, যাত্রী সুরক্ষা নিয়ে খেলা হচ্ছে। অভিযোগ ফিরহাদ হাকিমের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রবিবার ৪,জুন :: বালেশ্বরের ঘটনায় মোদি সরকারই দায়ী, যাত্রী সুরক্ষা নিয়ে খেলা হচ্ছে। অভিযোগ ফিরহাদ হাকিমের। শনিবার রাতে হাওড়া স্টেশনে এসে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন হাওড়া স্টেশনে তিনি বলেন, “যাত্রী সুরক্ষা নিয়ে খেলা হচ্ছে।

এই মৃত্যু নিয়ে মোদি সরকার দায়ী। আগে রেলের আলাদা বাজেট হতো। যাত্রী সুরক্ষা আলাদাভাবে দেখা হতো। এখন ওপরে চকচকে বন্দে ভারত। আর ভেতরে ভারতের মানুষকে মেরে দাও। মুখ্যমন্ত্রীর নির্দেশে হাওড়া স্টেশনে এসে আহতদের দেখভাল করে হাসপাতালে ভর্তি করা এবং যাত্রীদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা এখান থেকে করা হচ্ছে।

বাংলায় কতজনের মৃত্যু হয়েছে সেই লিস্ট রেল এখনো পর্যন্ত দিতে পারেনি। জিএম আজই লিস্ট দেবেন বলেছেন। মুখ্যমন্ত্রী সবরকম ব্যবস্থা করেছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা এবং ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। আমরা তাঁর নির্দেশেই এখানে এসে আহতদের জন্য হাসপাতালে ভর্তির ব্যবস্থা এবং শারীরিক পরীক্ষানিরীক্ষা করে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি।

প্রসঙ্গত, এদিন রাতে রেল দুর্ঘটনায় আহত যাত্রীদের নিয়ে আরেকটি স্পেশাল ট্রেন ঢোকে হাওড়া স্টেশনে। রাত ৯-০৫ মিনিটে হাওড়া স্টেশনের ৮ নং প্ল্যাটফর্মে আসে ওই ট্রেন। ইতিমধ্যেই সেখানে মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। এদিন সমস্ত বিষয় সরোজমিনে দেখতে হাওড়া স্টেশনে আসেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম চৌধুরী, জেলাশাসক মুক্তা আর্য প্রমুখ। সকাল থেকে হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =