বাল্যবিবাহ, শিশুশ্রম থেকে শিশুদের ওপর যৌন নির্যাতনের ওপর পড়ুয়াদের সচেতন করতে কর্মশালা

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বাল্যবিবাহ, শিশুশ্রম থেকে শিশুদের ওপর যৌন নির্যাতনের ওপর সচেতন করতে পড়ুয়াদের নিয়ে এক কর্মশালার আয়োজন করল শিশু সুরক্ষা কমিশন।

মালদায় এই প্রথম তাদের কর্মশালার আয়োজন। বৃহস্পতিবার গাজোলের হাতিমারি হাই স্কুলে এই বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। করোনা আবহে গত দু’‌বছরে শিশুশ্রম থেকে বাল্যবিবাহ দ্রত বেড়েছে।

স্কুলে পড়ু্য়াদের সংখ্যা কমেছে। স্কুলছুটদের স্কুলে পুনরায় ফিরিয়ে আনতে বিশেষ কর্মশালায় হাজির থেকে পড়ুয়াদরে উৎসাহ দিলেন রাজ্য শিশু সুরক্ষা এবং অধিকার কমিশন-‌এর চেয়ারম্যান অনন্যা চক্রবর্তী।

গাজোলের হাতিমারি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল বাল্যবিবাহ, পকসো, এবং শিশুশ্রম নিয়ে একটি বিশেষ কর্মশালা। স্কুলে স্কুলে এই কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট পড়ুয়ার পরিবার এমনকী তার পাড়াতে ওই বার্তা ছড়িয়ে দেওয়া।

কর্মশালায় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান অনন্যা চক্রবর্তী ছাড়াও হাজির ছিলেন স্পেশাল কনসালটেন্ট সুদেষ্ণা রায়, কমিশনের সদস্য যশবন্তি শ্রীমানী, এডিএম(উন্নয়ন) মৃদুল হালদার, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন, বিডিও উষ্ণতা মোক্তান প্রমুখ।রাজ্য কমিশনের চেয়ারম্যান অনন্যা চক্রবর্তী বলেন, ‘লকডাউনের দু’‌বছর বাল্যবিবাহ, শিশুশ্রম এবং শিশুদের ওপর যৌন নির্যাতন বেড়েছে। স্কুলে পড়ুয়াদের সংখ্যা কমেছে। ওই স্কুলছুট পড়ুয়াদের পুনরায় স্কুলে ফিরিয়ে আনতে আমরা গোটা রাজ্য জুড়ে নানা ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। তারই একটি অঙ্গ কর্মশালা।

জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন বলেন, ‘‌আমাদের এদিনের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ। জেলার প্রত্যন্ত এলাকায় ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের নিয়ে যদি এই ধরনের কর্মশালা করা যায় তাহলে সবাই খুব উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =