নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুশমন্ডি :: বৃহস্পতিবার ৩,আগস্ট :: মহিপাল উচ্চ বিদ্যালয় সভা কক্ষে মহিপাল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে বাল্য বিবাহ ,নারী পাচার, শিশু পাচার নিয়ে আইনি সচেতনতা শিবির আয়োজন করা হয়। এই শিবির আয়োজন করে শক্তি বাইনি অর্গানাইজেশণ ।
উপস্থিত ছিলেন দঃদিনাজপুর জেলার শক্তি বাহিনি কোন অডিনেটোর মিজানুর রহমান স্বরুব বসাক, কুশমন্ডি থানার এস আই মোকলেসুর রহমান মহিপাল উচ্চ বিদ্যালয় ভার প্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত সরকার সহ আরও অনেকেই।
মুলত ওই এলাকায় নারী পাচার ও বল্য বিবাহ আটকাতে এই সচেতনতা শিবির আয়োজন করা হয় বলে জানিয়েছেন জেলা শক্তি বাহিনি কোঅডিনেটর মিজানুর রহমান । এই প্রসঙ্গে এক ছাত্রী জানায় এদিন মহিপাল উচ্চ বিদ্যালয় সভা কক্ষে বাল্য বিবাহ নারীও শিশু পাচার নিয়ে সচেতনতা শিবির করা হয় |