নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাসন্তী :: শুক্রবার ২৬,ডিসেম্বর :: বিস্ফোরণের জেরে জখম এক শিশু এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায়। বোমা বিস্ফোরণ নাকি সিলিন্ডার বিস্ফোরণ তা নিয়ে দ্বন্দ্বে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বোমার বিস্ফোরণের অবশিষ্ট অংশ।
কোথা থেকে বোমা আসলো জানা যায়নি।পরিত্যক্ত একটি ঘরে বোমা ফেটে জখম হয় শিশুটি। বোমার সুতুলি পড়ে রয়েছে চারিদিকে, রক্তের ছাপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাসন্তী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমার সুতুলি উদ্ধার করেছে।
সূত্রের খবর কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। ঘটনা কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করছে বাসন্তী থানার পুলিশ। ঘটনাস্থলে রয়েছে পুলিশ মোতায়েন করা হয়েছে।
একটি শ্রাদ্ধ বাড়িতে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে। সেই সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে, স্থানীয়রা বেশ কয়েকজন জানাচ্ছে যে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।
সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে নাকি বোমা বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে আহত ওই শিশুটিকে চিকিৎসা করানোর জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক অর্থে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

