সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বাসন্তী :: এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ও তিন মহিলা কে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো প্রতিবেশী সফিক লস্কর,রফিক লস্কর, আক্কাস লস্কর,মনিরুল লস্কর ও আজমীরা বিবি’দের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ক্যানিং মহকুমার বাসন্তী থানার অন্তর্গত চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর কুমড়োখালি গ্রামে।
ঘটনায় গুরুতর জখম হয়েছে ঊচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সাইদুল মোড়ল ও তার পরিবারের তিন মহিলা নূরবানু মোড়ল,জামেনা পাইক,রেহেনা বিবি।অভিযোগ পারিবারিক বিবাদের জেরে গন্ডোগোল হয় । সেই সময় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে গাজিগালাজ করে। তখনকার মতো সমস্যা মিটে যায়।সোমবার রাতে জখমরা বাড়িতে বসে গল্প গুজোব করছিলেন। সেই সময় কেন গালিগালাজ করছে অভিযোগ তুলে লস্কর পরিবারের লোকজন লাঠি,ইট দিয়ে বেধড়ক মারধর শুরু করে নূরবানু মোড়ল কে।তখন ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সাইদুল।
চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায় তার। তার মা কে বেধড়ক মারধর করছে দেখে মারধরের হাত থেকে মা কে উদ্ধার করতে এগিয়ে যায়।এগিয়ে আসেন অপর দুই মহিলাও। অভিযোগ সেই সময় তাদেরকেও মাটিতে ফেলে বেধড়ক মারধর করে লস্কর পরিবারের লোকজন। ঘটনার খবর শুনে প্রতিবেশীরা দৌড়ে আসেন।
গুরুতর জখম অবস্থায় রাতেই ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ও তিন মহিলা কে উদ্ধার করে।তড়িঘড়ি চিকিৎসার জন্য রক্তাক্ত অবস্থায় তাদের কে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সহ তিনজন চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার বিষয় জানিয়ে বাসন্তী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন জখম পরিবারের লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।