নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ৩০,জানুয়ারি :: বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্ত থেকে তিন মহিলা, অবৈধভাবে ঘোরাফেরা করতে দেখে সীমান্ত রক্ষী বাহিনীর সন্দেহ হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বৈধ কাগজপত্র চাইতে তারা কোন বাংলাদেশে যাওয়ার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
তারপর তাদেরকে আটক করে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী। তিন বাংলাদেশিদের স্বরুপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়, তাদের নাম স্বপ্না বিশ্বাস, সুধা মন্ডল, কাকুলি মন্ডল।ধৃত তিনজন কে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েক মাস আগে বাংলাদেশ থেকে দালালের মারফত ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন কাজ করতে গিয়েছিল। কাজের শেষে বাড়ি ফেরার পথে বিএসএফের হাতে আটক হয়।