কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৫,ফেব্রুয়ারি :: তৃণমূল পরিচালিত রতুয়া বাস এন্ড মিনিবাস কল্যাণ সমিতির সম্পাদককে প্রাণে মারার হুমকির অভিযোগ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির জামাইয়ের বিরুদ্ধে। থানায় অভিযোগ জমা নিতে অস্বীকার পুলিশের।
অভিযোগপত্র জমা না নেওয়ায় থানার সামনে বিক্ষোভ সংগঠনের সদস্যদের। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য রতুয়া, মানিকচক, মালদা রুটের সমস্ত বাস পরিষেবা বন্ধ। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা সভাপতির জামাই শেখ আমিনুল (রয়েল)। কটাক্ষ জেলা বিজেপির। সাফাই জেলা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের।