নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: শনিবার ২৭,সেপ্টেম্বর :: বিউটি পার্লারে গিয়ে দেরি হয়ে যাওয়ায় বাড়িতে ফিরলে পরিবারের বকুনিতে অভিমানে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির ছাত্রীর। বাড়ির পার্শ্ববর্তী আমবাগানের গাছের ডাল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া সবুজ পল্লীর এলাকার ঘটনায় শারদীয়া উৎসবের আগে বিষাদের সুর এলাকায়। জানা যায় মাত্র ১২ বছর বয়সী শুভমিতা মল্লিক ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ফুলিয়ার সবুজ পল্লীতে মামার বাড়িতেই সে মানুষ। মা-বাবার বিচ্ছেদের কারণে ছোট থেকেই শুভমিতাকে লালন-পালন করছে মামার বাড়ির পরিবার।
পরিবারের দাবি, বিকেলে বিউটি পার্লারে যায় শুভমিতা। বাড়ি ফেরে একটু বেশি রাত করে। পরিবারের প্রশ্নের মুখে পড়লে কোন উত্তর দিতে পারিনি ছোট্ট শুভমিতা। এরপর একটু বকাবকি করতেই নিজের ঘরে ঘুমাতে চলে যায় সে। সকালে ঘুম থেকে উঠে শুভমিতার খোঁজ পায়না পরিবার, এরপর খবর আসে পার্শ্ববর্তী একটি আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই ছাত্রী।
পুলিশের কাছে খবর পৌঁছাতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পরিবারের দাবি, সামান্য বিষয় নিয়ে এত ছোট বয়সে আত্মহত্যার রাস্তা বেছে নেবে তারা কখনোই ভাবতে পারছেন না।
মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠানো হয় পুলিশের তরফে। পাশাপাশি ছোট্ট বয়সে কেন আত্মহত্যা রাস্তা বেছে নিল এই নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।