নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১২,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের কুসুম গ্রামে বিএলআরও অফিসে ছয় দফা দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয় মন্তেশ্বর ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে। যুব কংগ্রেসের কর্মীরা জানান,রাজ্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার,প্রত্যেক ব্লকে এই উক্ত কর্মসূচি পালন করা হয় ।
আর সেই মর্মেই আমরা কুসুম গ্রামের বিএলআরও অফিসে ডেপুটেশন দিলাম। যুব কংগ্রেসের কর্মীবৃন্দ সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার অফিসে আধিকারিক-কে স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি জমি জায়গার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আধিকারিকের সঙ্গে আলোচনাও করেন।