নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভগবানগোলা :: সোমবার ১২,জানুয়ারি :: স্কুলের প্রধান শিক্ষক তথা বিএলও (BLO) কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ভগবানগোলা ২ নম্বর ব্লকের আলাইপুর এলাকায় ।
রানিতলা থানার অন্তর্গত পাইকমারী চর কৃষ্ণপুর বয়েজ স্কুলের ভেতর থেকে ওই শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত শিক্ষকের নাম হামিমুল ইসলাম, তাঁর বাড়ি স্থানীয় আলাইপুর গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, হামিমুল ইসলাম খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলাইপুর বুথের বিএলও হিসেবে দায়িত্বরত ছিলেন।
প্রতিদিনের মতো তিনি স্কুলে গিয়েছিলেন। স্কুলের একটি ঘরের ভেতর তাঁর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে রানিতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত শিক্ষকের দাদা ফরমানুল ইসলাম অভিযোগ করেন গত বেশ কিছুদিন ধরে বিএলও-র কাজ নিয়ে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন হামিমুল।
সেই চাপের কারণেই তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পরিবারের দাবি। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

