কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১২,জানুয়ারি :: ভারত বাংলাদেশ সীমান্তে যেভাবে অশান্তির পরিবেশ প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে সেই জায়গা থেকেই বিএসএফ এর সাথে বৈঠক করলেন হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু । বৈঠকের পর কাঁটাতার বিহীন এলাকা গুলি পরিদর্শন করলেন।
সীমান্তে বিএসএফ জওয়ানদের সাথে কথা বললেন নিজে হাতে দূরবীন দিয়ে সীমন্ত নজরদারি চালালেন মালদা হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্ত কেদারি পাড়া এলাকায় ঘুরে দেখলেন বিধায়ক। ফেন্সিং না হওয়ার জন্য দোষারোপ করলেন রাজ্য সরকারকে।