নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পেট্রাপোল :: শুক্রবার ১৬,ফেব্রুয়ারি :: দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত আইসিপি পেট্রাপোলে , ১৪৫ ব্যাটালিয়নের সতর্ক বিএসএফ জওয়ানরা ৮৩০.১৫০ গ্রাম ওজনের ০২ টি সিলিন্ডার আকৃতির সোনার টুকরো সহ বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে। একজন ভারতীয় পাচারকারীকে আটক করেছে , আটক সোনার আনুমানিক মূল্য ৫২,১৭,৪৯৩/- টাকা।
বিএসএফের একজন মুখপাত্রের মতে, ১৪ ফেব্রুয়ারি ১৪৫ ব্যাটালিয়নের সতর্ক বিএসএফ জওয়ানরা আগত যাত্রীদের রুটিন তল্লাশি চালাচ্ছিল। সৈন্যরা আবুবকর হানিফা জিয়াউদিন নামে এক যাত্রীর অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করেছিল, যিনি নিরাপত্তা ছাড়পত্রের জন্য আইসিপি পেট্রাপোলে বিএসএফ পরিদর্শন করছিলেন।

গ্রেফতার হওয়া যাত্রীর নাম আবুবকর হানিফা জিয়াউদ্দিন (৪২ বছর) এস/ও জিয়াভউদ্দিন মহম্মদ হানিফা, আর/ও ৯২, থামিজ অলি স্ট্রিট, মেইন রোড, সামিপিল্লাইতোট্টম, লসপেট, পুদুচেরি, পিন – ৬০৫০০৮, পুদুচেরি, তামিলনাড়ু, ভারত।