বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে ২৮ টি সোনার বিস্কুট সহ দুই চোরাকারবারীকে আটক করেছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গাইঘাটা :: বৃহস্পতিবার ৮,ফেরুয়ারি :: দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে বিএসএফ জওয়ানরা বিভিন্ন ঘটনায় সীমান্তে ২৮ টি সোনার বিস্কুট জব্দ করেছে। জব্দ করা সোনার আনুমানিক মূল্য ২,১৩,৭৩,৩০৫/- টাকা। চোরাকারবারিরা বাংলাদেশ থেকে এই বিশাল চালান ভারতে আনার পরিকল্পনা করছিল।

প্রথম ঘটনায়, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের আনুমানিক সাড়ে বারোটায়, বিএসএফ সীমা চৌকি অ্যাংরেল, ০৫ ব্যাটালিয়নের জোয়ানরা তাদের দায়িত্বের এলাকায় কিছু সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে । জোয়ানরা দেখে যে এক মহিলা চোরাকারবারী হাতে ব্যাগ নিয়ে ডমিনেশন লাইনের দিকে আসছে।

জোয়ানরা মহিলাকে সতর্ক করে এবং থামতে বলে। জোয়ানদের দেখে মহিলাটি ভয় পায় এবং পালানোর চেষ্টা করে, কিন্তু মহিলা প্রহরী ওই চোরাকারবারীকে ধরে ফেলে এবং তল্লাশি শুরু করে। তল্লাশির সময় তার ব্যাগ থেকে ১২ টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায় যে তার রান্নাঘরের বাগানে আরোও ১০ টি বিস্কুট আগে থেকেই লুকোনো রয়েছে । জোয়ানরা রান্নাঘরের বাগানে তল্লাশি চালিয়ে মোট ২২ টি বিস্কুট সহ ওই মহিলা পাচারকারীকে আটক করে । মহিলা পাচারকারীর পরিচয় -যশোদা শিকদার, স্বামী -মৃত সন্তোষ শিকদার, ২১৪ঘোষপাড়া (৫২ পল্লী), পোস্ট অফিস- আংরেল, পুলিশ স্টেশন গাইঘাটা, জেলা- উত্তর ২৪ পরগণার বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে সে জানায়, সে অন্যর ক্ষেতে শ্রমিক হিসেবে কাজ করে প্রতিদিন ১২০ টাকা আয় করে জীবিকা নির্বাহ করে। ০৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সে আলু এবং সরিষা পাতা সংগ্রহ করতে মাঠে গিয়েছিল। মজনু নামে এক বাংলাদেশি তাকে একটি ছোট প্লাস্টিকের প্যাকেট দিয়ে বাড়িতে রাখতে বলে। সে বলেছিল যে আংরেল গ্রামের বাসিন্দা গোপাল মণ্ডলের ছেলে কৃষ্ণ পদ মণ্ডল এসে ওই প্যাকেট নিয়ে যাবে।

দুদিন আগেও সে একই ব্যক্তির কাছ থেকে একটি ছোট প্যাকেট নিয়ে নিজের প্রাঙ্গণে লুকিয়ে রেখেছিল কিন্তু এখন পর্যন্ত কেউ তা সংগ্রহ করতে আসেনি। ০৬/০২/২০২৪ তারিখে ওই বাংলাদেশী ব্যক্তির কাছ থেকে একটি প্যাকেট সংগ্রহ করে যখন সে তার বাড়িতে ফিরছিল, তখন সে বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =