নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুবুধবার ২৫,সেপ্টেম্বর :: বিকলাঙ্গ পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের বাসিন্দা মান্নান আলী বাড়িতে প্রায় এক মাসের খাবার তুলে দেওয়া হয়।
পরিবার সূত্রে জানা গেছে,আট বছর আগে পাঞ্জাবে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন।কিন্তু সেখানে পর্যাপ্ত রোজগার না হওয়াতে মানসিক অবসাদে বিষ খেয়ে নেন। স্থানীয়দের উদ্যোগে সেখানে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে প্রাণ ফিরে পেলেও আজীবনের মত বিকলাঙ্গ হয়ে যান তিনি।হারিয়ে ফেলেন কর্ম ক্ষমতা।এরপর গ্রামে ফিরে আসেন।স্ত্রী ও তিনটি ছোট ছোট ছেলেকে নিয়ে প্রায় অনাহারে অর্ধ হারে দিন কাটাচ্ছিলেন।
সেই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া। এরপর জেলা শাসকের নির্দেশে সেই বিকলাঙ্গ পরিযায়ী শ্রমিককে হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডল এবং পরবর্তীতে পাশে থাকার আশ্বাস দেন।
পাশাপাশি এলাকারই এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পরিবারটির হাত চাল , ডাল তেল শাকসবজি সহ প্রায় এক মাসের খাবার তুলে দেন। পরবর্তীতে পরিবারটির আরো অন্যান্য সাহায্য করা হবে বলে জানিয়েছেন তারা।